Cover image for mobilechaya

Mobile chaya

App builder

mobilechaya

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম

August 7, 2025
0
· 0

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম জানা খুবই দরকার। কারণ পরীক্ষার ফলাফল নির্ধারণ করে একজন শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা বা চাকরির ধাপ। ফলাফল দেখার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) এ যেতে হয়। এরপর “Student Services” সেকশনে গিয়ে “Result” অপশন বেছে নিতে হয়। তারপর নির্ধারিত প্রোগ্রাম, ব্যাচ, রেজিস্ট্রেশন নম্বর এবং সেমিস্টার সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল দেখা যায়। অনেক সময় একাধিক সেমিস্টারের রেজাল্ট একসঙ্গে প্রকাশিত হয়, সেক্ষেত্রে সকল সাবজেক্টের নাম, নাম্বার ও জিপিএ দেখা যায়।