Cover image for foodrfitness
Avatar image for foodrfitness

@foodrfitness

Foodr Fitness

App builder, foodrfitness

Community

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছেলেরা নিজেদের প্রোফাইল ছবি নিয়ে ভীষণ সচেতন। ছেলেদের পিক নির্বাচন করার সময় তারা চেষ্টা করে যেন তা তাদের স্টাইল, ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা ফুটিয়ে তোলে। কেউ পছন্দ করেন ক্যাজুয়াল লুক, কেউবা আবার ফর্মাল পোশাকে প্রোফাইল ছবি দেন। অনেকে ট্রাভেল বা আউটডোর লোকেশনে তোলা ছবি ব্যবহার করেন, আবার কেউ কেউ জিম বা মোটিভেশনাল ভঙ্গিতে ছবি তোলেন। ফটোতে চোখে সানগ্লাস, হাতে স্মার্টফোন, কিংবা রাস্তার ধারে তোলা পিক – এই সবই ছেলেদের মধ্যে খুব জনপ্রিয়।